ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে গতকাল শনিবার সকালে হরিণাকুণ্ডু থানার এসআই গোপিনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে মো. রবিউল ইসলামের বাড়ির গেট থেকে একটি হেন্ডমেট শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছেন।
জানা গেছে, শনিবার সকালে বাড়ির মালিক রবিউল ইসলামের ছোট ছেলে প্রথমে লাল কৌটার বোমাটি দেখতে পেয়ে তার পিতাকে জানালে সে দ্রুত পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে। এসআই গোপিনাথ বলেন, এটা শক্তিশালী হাতে তৈরি ককটেল। সাথে একটি লাল কালির অদক্ষ হাতে লেখা চিঠি। বাড়ির মালিক আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, আমার জীবননাশের উদ্দেশে জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা এ বোমা রেখে গেছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয় বিএনপি জামায়াতকে ফাঁসাতে এটা একটি সাজানো নাটক। রবিউল ইসলাম ভাতুড়িয়া গ্রামের রফি উদ্দীনের ছেলে।