মেহেরপুর আমঝুপিতে আন্তর্জাতিক পানি দিবস উদযাপন

 

আমঝুপি প্রতিনিধি: গতকাল শনিবার আমঝুপিতে আন্তর্জাতিক পানি দিবস উদযাপন উপলক্ষে মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউক আয়োজিত  মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার এএলআরডি’র সহায়তায় মউক হলরুমে আলোচনাসভায় অতিথি ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কর্মকর্তা মোছা. কামরুন্নাহার, আমঝুপি ইউপির সাবেক চেয়ারম্যান সুরাত আলী, সুশিল সমাজের প্রতিনিধি মকলেছুর রহমান, মো. শহিদুল্লাহ, মোমাক রাজা ও সাহাদুল ইসলাম কানাই। সভাপতিত্ব করেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মুরাদ হোসেন ও নাসিরা আখতার।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বিশ্ব পানি দিবস উপলক্ষে মেহেরেপুর মুজিবনগরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার  বেলা ১১টায় কারিতাস খুলনা অঞ্চল দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন বিভাগ বাস্তবায়িত জনগণের ব্যবস্থাপনায় আর্সেনিক প্রস্তুতি ও প্রশমন প্রকল্পের আয়াজনে, আর্সেনিক মিটিগেশন কমিটির সভাপতি জাকারিয়া হোসেন ও প্রধান শিক্ষক আনারুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুজিবনগরের প্রধান আর্সেনিক এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন  আর্সেনিক মিটিগেশন কমিটির সদস্য, স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনসাধারণ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, দেশের অন্যান্য স্থানের মতো ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। পানি দিবসে এ বছরের প্রতিপাদ্য ‘পানি ও শক্তি’। টিআইবি ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১২টার দিকে ঝিনাইদহ শহরের পোস্টঅফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন থেকে বাংলাদেশের পানি সম্পদ রক্ষায় সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান আয়োজকরা। একই সাথে ঝিনাইদহের নবগঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে দখলমুক্ত করার দাবি জানানো হয়। পরে সচেতন নাগরিক কমিটির কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য এনএম শাহজালালের সভাপতিত্বে সভায় ঝিনাইদহ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদ আহমদ সঞ্জু, সনাক সহসভাপতি আবু তাহের, আসমা জামান, সনাক সদস্য মনোয়ারা খাতুন, কাজী আখতারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মধূ, সুরাইয়া পারভীন মলি, স্বজন সদস্য  কাজল বিশ্বাস বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, পানি ছাড়া কোনো প্রাণী জীবনধারণ করতে পারে না। পানি সম্পদ ও শক্তি সম্পদ দুটি উপাদানই মানব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য।

Leave a comment