জীবননগরে ৫৩টির মধ্যে ২৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

 

জীবননগর ব্যুরো: আজ রোববার জীবননগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে উপজেলার ১ লাখ ১৮ হাজার ৫৫৮ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। উপজেলার ১টি পৌরসভাসহ ৬টি ইউনিয়নের ৫৩টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও র‌্যাব নিয়োজিত থাকবে। থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টও। এছাড়াও থাকছে স্ট্রাইকিংফোর্স।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে উপজেলার ৫৩টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১১টি। এগুলো হচ্ছে- একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মারুফদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজদিয়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্চ্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Leave a comment