জীবননগর ব্যুরো: জীবননগরে বিএনপি ও জামায়াতের আরো ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাঁকা, খয়েরহুদা ও বাড়ান্দি গ্রামে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাদেরকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
থানাসূত্রে জানা যায়, উপজেলার বাঁকা গ্রামের জাহান আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫), খয়েরহুদা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে শাহাবাজ খাঁ (৫০) ও বাড়ান্দি গ্রামের মৃত আলী কদর মণ্ডলের ছেলে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ওসি শিকদার মশিউর রহমান জানান, বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টির মামলায় জামায়াত ও বিএনপির এ তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানাসূত্র জানায়।