কাপ্তাই হ্রদে ঝড়ে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

 

 

স্টাফ রিপোর্টার: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক দম্পতির লাশ তিন দিন পর উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকালে এলাকার লোকজন কাপ্তাই হ্রদে লাশ দুটি ভাসতে দেখে প্রশাসনকে জানায়। এরপর উদ্ধারকারী দল সেখান থেকে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমার লাশ উদ্ধার করে। সকাল সোয়া ৮টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন কাপ্তাই হ্রদ এলাকায় একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় লাশ দুটি ভাসতে দেখেন। প্রশাসনকে খবর দেয়ার পর নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে লাশ দুটি উদ্ধার করা হয়। বুধবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে গিয়ে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকা উল্টে যায়। এতে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা কাপ্তাই হ্রদে তলিয়ে যান। ঘটনার পরপরই কাপ্তাই নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত দু দিন ধরে তাদের উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে কোনো সন্ধান পায়নি। তিন দিন পর শনিবার সকালে নিখোঁজ দম্পতির লাশ ঘটনাস্থলেই ভেসে ওঠে। তবে ওইদিন বোটচালক বিটন চাকমা সৌভাগ্যক্রমে বেঁচে যান।

এদিকে নিহতদের লাশ উদ্ধারের পর রাঙ্গামাটি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাদের নিজ বাড়ি কুমিল্লার বরুড়ায় নিয়ে গেছেন আত্মীয়-স্বজনরা।

Leave a comment