মামুন অর রশিদ আঙ্গুরের অপ প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

 

 

স্টাফ রিপোর্টার: মামুন অর রশিদ আঙ্গুর আওয়ামী লীগের সদস্যই নন। অথচ তিনি নির্বাচনে প্রার্থী হয়ে আওয়ামী লীগার হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি আব্দুল মান্নান নান্নু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু যুক্ত স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, চুয়াডাঙ্গা সদর উপঝেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একমাত্র চেয়ারম্যান প্রার্থী মো. আশাদুল হক বিশ্বাস। তাকে পুনর্নির্বাচিত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা সর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের এক্যবদ্ধভাবে কাজ করার উদ্বাত্ব আহ্বান জানাচ্ছি। একই সাথে মামুন অর রশিদ আঙ্গুরের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানিয়েছেন বিবৃতিদাতা নেতৃবৃন্দ।

Leave a comment