ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

 

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে গতকাল শুক্রবার দিনব্যাপি অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক শফিউদ্দিন আহমেদ, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহাম্মেদ, গাজীপুর গ্রামের বিএনপি কর্মী শহিদুল ও রতখোলা গ্রামের আব্দুল করিম।

হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম বলেন, আগামী ২৩ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিশেষ অভিযান চলছে। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনে আতঙ্ক সৃষ্টির জন্য কোনো মামলা না থাকার পরও আওয়ামী লীগের দেয়া তালিকা মোতাবেক পুলিশ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে পেইন্ডিং মামলায় চালান দিচ্ছে। তিনি এ দলবাজ ওসির অপসারণ দাবি করেন।

Leave a comment