মেহেরপুর অফিস: দ্রুত গতিতে যানবাহন চালানো, অতিরিক্ত মালামাল বোঝাই ও কতিপয় চালকের অদক্ষতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সেইসাথে সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম ও চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী জিনিসপত্র সড়কের ওপরে রাখায় দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই চালকদের যেমন দক্ষতা বাড়াতে হবে তেমনি সড়কে নির্বিঘ্নে চলাচলের পরিবেশ সৃষ্টি করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে আয়োজিত সেমিনার ও কর্মশালায় বক্তারা ওই কথাগুলো বলেন।
বিআরটিএ মেহেরপুর-চুয়াডাঙ্গা সার্কেল আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা অঞ্চলের উপপরিচালক (ইঞ্জি.) এম.এম মাসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মেহেরপুর-চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক সুব্রত কুমার দেবনাথ। শ্রমিকদের পক্ষে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল হক রকেট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু হোসেন খান বাবু। অনুষ্ঠানে কয়েকশ’ শ্রমিক উপস্থিত ছিলেন।