স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক দাম সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বিমান বন্দরের দু জন ক্লিনারকে আটক করা হয়েছে। তাদের নাম সুখলাল ও জীবন কুমার। কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।