মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মুদি দোকানি হাজি আব্দুল আলিমের তেলের ব্যারেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী সন্দেহভাজন একজনকে আটক করে থানা পুলিশে দিয়েছে।
জানা গেছে, পিরোজপুর বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল আলিম বুধবার চার ব্যারেল সয়াবিন তেল কেনেন। দোকানের সামনে রাখা থাকা প্লাস্টিকের ওই ব্যারেলগুলো রাতের কোনো এক সময় কেটে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে কয়েকজন আইসক্রিম বিক্রেতা বাজারের মধ্যদিয়ে যাওয়ার সময় আগুন দেখতে পান। খবর পেয়ে দোকান মালিকসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। কিন্তু ততোক্ষণে তেল ও ব্যারেল পুড়ে যায়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রামবাসী আব্দুর রাজ্জাক (৪৩) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে। থানা পুলিশ জানিয়েছে, আটক আব্দুর রাজ্জাক পিরোজপুর গ্রামের বশির কারিগরের জামাই। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের আজগর আলীর ছেলে। ক্ষতিগ্রস্ত আব্দুল আলিম মামলা করবেন বলে শোনা গেছে।