মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার অদূরে ভারত মহাসাগরে নিখোঁজ মালয়েশিয়ার বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের অনুসন্ধান পাওয়ার পর সন্ধানে নামে অস্ট্রেলিয়া। তবে এর কোনো অগ্রগতি ছাড়াই প্রথম দিনের অনুসন্ধান শেষ করে দেশটি। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথমদিকে দেশটি জানায়, স্যাটেলাইটে তোলা ভারত মহাসাগরের ছবিতে তারা এমন কিছু দেখতে পাচ্ছে, যা হয়তো মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে। পার্লামেন্টে দেয়া এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট জানান, নতুন পাওয়া তথ্য তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। অস্ট্রেলিয়া ভারত মহাসাগরে ভাসমান যে বস্তুর দেখতে পায় তা প্রায় ২৪ মিটার লম্বা। অস্ট্রেলিয়ার পার্থ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ধ্বংসাবশেষ দেখা গেছে বলে জানা যায়।