স্টাফ রিপোর্টার: ঢাকা সফরে আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন তিনি। ঢাকা ও টোকিও উভয়ের তরফেই তার সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা মিলেছে। শনিবার পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন তিনি। মন্ত্রীর সাথে আসছে ২০ সদেস্যের অফিসিয়্যাল ডেলিগেশন। বাংলাদেশের উন্নয়ন-অংশীদারিত্ব প্রশ্নে একক কোনো দেশ হিসেবে সর্বোচ্চ অবদান রাখা জাপানের পররাষ্ট্র মন্ত্রী সফরকালে নব গঠিত সরকারের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে কাল সকালে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ বৈটকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথেও তার বৈঠক হতে পারে বলে জানা গেছে। ৫ জানুয়ারির নির্বাচন ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দ্বিতীয় দফায় সরকার গঠনের পর বাংলাদেশে কোনো উন্নয়ন সহযোগী রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে এটাই প্রথম সফর। তাছাড়া ২০০৬ সালের পর ফুমিও কিশিদা হবেন ঢাকা সফরকারী জাপানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ওই বছরে মাঝামাঝিতে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ঢাকা সফর করেছিলেন। দীর্ঘ বিরতি এবং ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে জাপানের প্রভাবশালী ওই মন্ত্রীর সফরকে বিশেষ তৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী জোট ও দলগুলোর বর্জনের মুখে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাপানও তাদের উদ্বেগ প্রকাশ করে। নির্বাচন প্রশ্নে দেশটির অবস্থান তুলে ধরে ৭ জানুয়ারি ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা একটি বিবৃতি দেন। ওই বিবৃতিতে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের তাদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার সুযোগ করে দিতে রাজনৈতিক নেতাদের জোরালো প্রয়াস চালানোর তাগিদ দেন।