চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিপু ও বর্তমান সভাপতি দুদুসহ ১১ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

 

চুয়াডাঙ্গা আদালত হাইর্কোটের অন্তঃর্বতীকালীন জামিন বাতিল করে মিথ্যা মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান চৌধুরী জিপু  ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শরীফ হোসেন দুদুসহ ১১ জন ছাত্রলীগ নেতার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার মোড় থেকে শহরের পৌরসভা মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা মহুর্মুহু স্লোগান দেন।

সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য মিলন, বিল্পব, রাজ্জাক, শিমু, সাবেক ছাত্রলীগের দফতর সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক সহসভাপতি অ্যাড. ফিরোজ আহাম্মেদ, বর্তমান জেলা ছাত্রলীগের সহসভপতি মেহেদী হাসান, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদ হোসেন, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান কালু, জেলা ছাত্রলীগের সদস্য ডেভিড, বুলবুল, ভূলন, মাসুম, পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাসান, সহসভাপতি জজ, সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল, যুগ্মসাধারণ সম্পাদক মাফি, দফতর সম্পাদক বিপ্লব, প্রচার সম্পাদক জ্যাকি, অর্থ বিষয়ক সম্পাদক সামাদ, এজাজ, কানন, থানা  ছাত্রলীগ নেতা ইমরান, রাকিব, হেলাল প্রমুখ। পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মদ। প্রেসবিজ্ঞপ্তি।