গাংনী প্রতিনিধি: অত্যাবশ্যকীয় পণ্য বিক্রির লাইসেন্স না থাকার অপরাধে মেহেরপুর গাংনী বাজারের চারটি হার্ডওয়ার দোকান থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, গাংনী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় কালাম হার্ডওয়ার, সাইদ হার্ডওয়ার, সেতু হার্ডওয়ার ও জিয়া হার্ডওয়ার থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬’র ৬ ধারায় ওই দোকানের মালিকদের দোষী সাব্যস্ত করা হয়।