জীবননগরের নানাবাড়ি থেকে পুলিশ পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে যুবক মাসুম হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে মাসুমের গুলিবিদ্ধ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বজরাপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ডপাড়ার আব্দুল কাদের ওরফে সজিব আহমেদের ছেলে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান দৈনিক মাথাভাঙ্গাকে জানান, বুধবার বেলা ১১টার দিকে বজরাপুর গ্রামে বারোমাসী ব্রিজের পাশে একটি সেগুন বাগানে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ মাসুম হোসেনের (২২) লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মাসুমের বিরুদ্ধে কোটচাঁদপুর ও মহেশপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশসূত্রে জানা গেছে।
মহেশপুর থানার এসআই রইচ উদ্দীন জানান, নিহত মাসুমের মাথায়, গলায় ও বুকে তিনটি গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশ থেকে দু রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি পড়ে ছিলো। ডাকাতি করা মালামাল ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে দুর্বৃত্তরা মাসুমকে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাসুম খুনের ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
এদিকে নিহত মাসুম হোসেনের চাচা মজিব আহমেদ জানান, কয়েকমাস আগে জেল থেকে বেরিয়ে মাসুদ নানাবাড়ি চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়িয়া গ্রামে থাকতো। সেখান থেকে মঙ্গলবার রাতে পুলিশ পরিচয়ে মাসুমকে ধরে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিকভাবে অভিযোগ করা হয়েছে।