মাথাভাঙ্গা মনিটর: গানের বাইরে অভিনয়ের মাধ্যমেও এরই মধ্যে দারুণভাবে প্রশংসিত হয়েছেন বিশ্বনন্দিত পপ তারকা জেনিফার লোপেজ। তার অভিনীত ছবিগুলো সবসময়ই দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল সৃষ্টি করে। রোমান্টিক, কমেডি, অ্যাকশন সব ধরনের দৃশ্যেই কাজ করা হয়েছে তার। তবে গত এক বছরে স্টেজে নিয়মিত গান করে গেলেও নতুন কোনো ছবিতে পাওয়া যায়নি লোপেজকে। নতুন কোন মিউজিক ভিডিও প্রকাশ পায়নি তার। মূলত সংসারকেন্দ্রিক ব্যস্ততা আগের চেয়ে বাড়ার কারণেই অভিনয়ে পাওয়া যায়নি তাকে। তবে লোপেজ ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগিরই আবারও বড়পর্দায় তাকে দেখা যাবে। এরই মধ্যে একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে লোপেজের চরিত্রকে কেন্দ্র করেই। এখানে একজন ড্রাগ সেবনকারী গায়িকার চরিত্রে কাজ করতে দেখা যাবে তাকে, যে কিনা তিলে তিলে নিঃশেষ হয়ে যান। এ অবস্থা থেকে বের হয়ে আসার অনেক চেষ্টা করলেও তাতে বার বার ব্যর্থ হতে থাকেন তিনি। ছবিটির শুটিঙে এখন নিয়মিত অংশ নিচ্ছেন লোপেজ। নতুন খবর হচ্ছে, এ ছবিতে অভিনয় করতে গিয়ে একজন তরুণ অভিনেতার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন লোপেজ, তাও আবার নগ্ন হয়ে। ঘনিষ্ঠ এ দৃশ্যটি করার সময় কোনো ধরনের পোশাকই পরেননি লোপেজ। পেছন থেকে তার পুরো নগ্ন দেহই ছবিতে দেখা যাবে। বিষয়টি নিয়ে বেশ মুখরোচক সংবাদ ইতোমধ্যে প্রকাশ করছে স্থানীয় গণমাধ্যমগুলো। তবে এ নিয়ে বিব্রত নন লোপেজ। বরং ছবিটি নিয়ে দারুণ এক্সাইটেড তিনি। টুইটারেও এ ছবিটি নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন লোপেজ। সেখানে তিনি লিখেছেন, এ ছবি আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। একজন সঙ্গীত তারকার জীবন কিভাবে তিলে তিলে শেষ হতে পারে তাই দেখানো হবে এখানে। ছবিটি করতে গিয়ে বেশ কিছু আবেনদময়ী দৃশ্যে কাজ করেছি আমি। আমার বেশ ভাল লাগছে ছবিটির কাজ করতে। আশা করছি সবার ভালো লাগবে।