দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার মৃত রাজ আলীর ছেলে আসাদ (৩৮) ও একই গ্রামের চিলেপাড়ার মৃত আলী কদরের ছেলে হাবিবকে (৩০) গাঁজা ও কোলকেসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে জয়রামপুর রেলস্টেশনের শান্তি নিকেতন দরবারের সন্নিকট থেকে জেলা গোয়েন্দা পুলিশ এদেরকে আটক করে। আটক উভয়ের বিরুদ্ধেই মাদক আইনে দামুড়হুদা থানায় মামলা করেছে।