জীবননগর ব্যরো: জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ থেকে হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়েছে। হাসাদাহ ফাঁড়ি পুলিশ সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করে।
থানাসূত্রে জানা যায়, হাসাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদ নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমানের পক্ষে গণসংযোগ করছিলেন। এ সময় হাসাদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আবুল কালাম আজাদের নামে থানায় কোনো মামলা নেই। তাকে হয়রানি করার জন্যই গ্রেফতার করা হয়েছে। এতে নির্বাচনের পরিবেশ ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে।