জীবননগরে আজ থেকে ২৩ মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল নিষিদ্ধ

 

স্টাফ রিপোর্টার: আজ থেকে জীবননগর এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। অনুমোদনপ্রাপ্ত মোটরসাইকেল ছাড়া নির্বাচনী এলাকায় কেউ মোটরসাইকেল চড়লে সাথে সাথে ব্যবস্থা প্রশাসন। আগামী ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠানের মধ্যরাত পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জেলা প্রশাসনসূত্রে জানা যায়।

গত ১৮ মার্চ চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ২৩ মার্চ জীবননগর উপজেলা পরিষদ নির্বাচন। এ কারণে ২০ মার্চ (আজ) থেকে ২৩ মার্চ মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এ আইন লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে প্রশাসন। তবে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুমোদন সাপেক্ষে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন।