চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহে……..রাজেউন)। গতকাল বুধবার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা কোর্টপাড়াস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বিকেলে মফিজ উদ্দিনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা কোর্টপাড়ার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। ২০০০ খ্রিস্টাব্দে শিক্ষকতা জীবন থেকে তিনি অবসর গ্রহণ করেন। বেশ কিছুদিন ধরে শিক্ষক মফিজ উদ্দিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার বেলা ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর শুনে অনেকেই তাকে শেষবারের মতো দেখতে ছুটে যান কোর্টপাড়াস্থ বাড়িতে। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের ভি.জে স্কুলের চাঁদমারী মাঠে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসক মো, দেলোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন, সদর থানার ওসি লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ। পরে রাত ৯টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে মফিজ উদ্দিনের লাশ দাফন করা হয়। প্রয়াত মফিজ উদ্দিন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শামীম রেজা ডালিমের পিতা।