মাথাভাঙ্গা মনিটর: ক্রিমিয়া উপদ্বীপের সিভাস্তোপল শহরে গড়ে তোলা ইউক্রেনের নৌ সদর দপ্তর দখল করে নিয়েছেন রুশপন্থী আন্দোলনকর্মীরা। ওই নৌ সদর দপ্তরের অনেক কর্মকর্তা সেখান থেকে চলে গেছেন। সেখানে রাশিয়ার পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। ইউক্রেন নৌবাহিনীর প্রধান সেরহি হেইদুককে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। রাশিয়ার সাথে ক্রিমিয়াকে একীভূত করার বিষয়ে উপদ্বীপটির নেতাদের সাথে মস্কোর চুক্তি স্বাক্ষরের পরদিনই এ ঘটনা ঘটলো। খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার বন্দর শহর সিভাস্তোপলে চলে এসেছে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহর। রুশপন্থী সেনারা গোলাগুলি ছাড়াই সেখানকার ইউক্রেনীয় নৌঘাঁটি দৃশ্যত দখল করে নেন। নৌঘাঁটির ভেতরে থাকা একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, প্রায় ২শ রুশপন্থী আন্দোলনকর্মী মূল ফটক ভেঙে ফেলে ভেতরে ঢুকে পড়েন। তারা ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে সমঝোতা আলোচনার জন্য সরাসরি ভবনে ঢুকে পড়েন।