কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার সোয়াদী গ্রামের সুলতান মোল্লার স্ত্রী কাঞ্চন মালাকে ভ্রাম্যমাণ আদালত গাঁজা মজুদ ও বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঝিনাইদহ সার্কেলের পরিদর্শক মোশারফ হোসেনসহ অধিদফতরের অন্যান্য কোর্স নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল সোয়াদী গ্রামের গাঁজা ব্যবসায়ী সুলতানের বাড়িতে অভিযান চালান। এ সময় সুলতানের স্ত্রী কাঞ্চনমালাকে (৫০) দুশ গ্রামের এক’শ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। একই দিন ভ্রাম্যমাণ আদালত কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় তুতা মণ্ডলের ছেলে গাঁজাব্যবসায়ী রাজু মণ্ডলকে ৬ মাসের কারাদণ্ড দেন। রাজু মণ্ডলকে তিন হাজার ৬শ টাকা মূল্যের ৩’শ গ্রাম গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাকে এ সাজা দেন।