স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলোরা শারমিন গত ১৫ মাস যাবত বিদ্যালয়ে না যাওয়ায় এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে বিধি মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা একাধিকবার যোগাযোগ করেও তাকে খুঁজে পাননি। অনুপস্থিতির কারণ জানতে চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তিন দফায় কৈফিয়ত তলব করা হলেও মেলেনি কোনো জবাব।
জানা গেছে, আলমডাঙ্গা স্টেশনরোড এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে ইলোরা শারমিন ২০০৫ সালের ১৬ নভেম্বর আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে কাউকে কিছু না জানিয়ে, এমনকি কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। ফলে, প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে দাপ্তরিক কাজ ও কোমলমতি শিশুদের শিক্ষাদান ব্যহত হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় সাড়ে তিন’শ জন শিশু পড়াশোনা করছে। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার প্রধান শিক্ষক ইলোরা শারমিনের চাকরির বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।