দামুড়হুদায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার : জেলহাজতে প্রেরণ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আহসান হাবিব (২৭) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে দামুড়হুদা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার আরামডাঙ্গা গ্রামের আশরাফ খাঁর ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, ২০১৩ সালের ১০ অক্টোবর উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মরা গরুর মাংস বিক্রির অপরাধে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার সোনিয়া আফরিন বিশুদ্ধ খাদ্য আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। আসামির পক্ষ থেকে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালতের বিচারক তার সাজা মৌকুফ করে ৬ মাসের স্থলে ৩ মাস করেন। আসামি হাবিব ৩ মাস কারাভোগের পর গত ১৩ মার্চ হাজতমুক্ত হন। কিন্ত আসামির পক্ষ থেকে জরিমানাকৃত ওই ২০ হাজার টাকা দিতে অপরগতা প্রকাশ করলে অনাদায়ে ১৫ দিনের জন্য বেলা ১টার দিকে তাকে আবারো জেলহাজতে পাঠানো হয়।