দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে বন্ধ হয়নি কাঁদা ছোড়াছুড়ি

 

উন্নয়নমূলক কার্যক্রম ব্যহত : চরম ভোগান্তিতে পড়েছে ইউনিয়নবাস

দর্শনা অফিস: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যানের ওপর নাখোষ মেম্বাররা নিজেদের সিদ্ধান্তে অটুট রয়েছে। ঘাইট বলতে নাড়াজ চেয়ারম্যান। দীর্ঘদিন চলছে চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে কাঁদা ছোঁড়া-ছুড়ি। জনপ্রতিনিধিদের লড়াইয়ের ভোগান্তি পোয়াচ্ছে সাধারণ জনগণ। বিঘ্নিত হচ্ছে উন্নয়নমূলক কার্যক্রম। দু পক্ষের সূরাহার জন্য দাবি উঠেছে। কার্পাসডাঙ্গা ইউপি সদস্য আয়ুব আলী, আলী আহম্মদ, সবুর আলী, লিয়াকত আলী, সুলতান, আলমগীর হোসেন, রহিমা খাতুন, কোহিনুর খাতুন ও রোকেয়া খাতুনের অভিযোগ করে বলেছেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম শুরু থেকেই নিজের খেয়াল খুশিমতো পরিষদ পরিচালনা করে আসছেন। তিনি পরিষদের সদস্যদের সবসময় অবমূল্যায়ন করে থাকেন। বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ, চাল, গম ইত্যাদি দলীয়করণ ও স্বজনপ্রীতির মাধ্যমে বিতরণ করে থাকেন। এলজিএসপি বরাদ্দকৃত টাকার ৩০ ভাগ চেয়ারম্যান নিজেই পকেটস্থ করেছেন। যা কোনো সদস্যকেই জানানো হয়নি। ইউপি চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নভাবে অবৈধ উপার্জনে মেতে থাকেন। যা সঠিক তদন্ত করলেই তার বিরুদ্ধে দুর্নীতির মুখোশ খুলবে। এতে পরিষদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তের দাবি তোলা হচ্ছে বারবার। দীর্ঘদিন থেকে চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে দু ভাগে বিভক্তির কারণে শুরু হয়েছে কাঁদা ছোঁড়াছুড়ি। এতে ইউনিয়ন পরিষদের প্রায় সকল কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে। নিয়মিত ইউনিয়ন পরিষদে আসছে না কেউ। চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছে ইউনিয়নবাসী। বিষয়টি খতিয়ে দেখে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ইউনিয়নের ভুক্তভোগী মহল।