চুয়াডাঙ্গায় নিটল টাটা গ্র্যান্ড মেলার উদ্বোধন

 

 

স্টাফ রিপোর্টার: নিটল টাটা মটরসের দেশব্যাপি টাটা গ্র্যান্ড মেলা চুয়াডাঙ্গায় উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অলিভ মটরসের চুয়াডাঙ্গা অঞ্চলের ডিলার মনিরুজ্জামান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি নতুন অ্যামবুলেন্স ও চেম্বার অব কমার্সকে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন। পরিবহন জগতে নিটল মটরসের টাটা গাড়ির গ্রাহকদেরকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ।