মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের বদরুদ্দোজা শাওন (২৯) নামের এক যুবক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। গত সপ্তায় ঢাকার ভাড়া বাসায় গ্যাস পাইপ লাইনের অগ্নিকাণ্ডে দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সে মেহেরপুর শহরের বিএডিসিপাড়ার বজলুর রহমানের ছেলে।
শাওনের পারিবারিকসূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে ঢাকার মোহাম্মদপুরে ৫৪/৭ নং ভাড়া বাড়িতে বসবাস করে আসছে শাওন। একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। গত ৯ মার্চ সন্ধ্যায় ওই বাসায় বিদ্যুত না থাকায় মোমবাতি জ্বালিয়ে টয়লেটে যান। টয়লেটের ভেতর দিয়ে যাওয়া গ্যাসপাইপ লাইনের ছিদ্র থাকায় আগুন ধরে যায়। এ সময় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় শাওন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।