ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। তিনি বলেন, দেশের অর্ধেক নারী, উন্নয়ন কাজে নারীদের বাদ রেখে দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। এজন্য নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করতে হবে। মেয়েদের বাল্যবিয়ে না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান হযরত, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জোয়ার্দ্দার, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, প্যানেল চেয়ারম্যান শওকত আলী, প্রধান শিক্ষক মখলেসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য আমির হোসেন, মাসুদ রানা, সাইফুদ্দিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন, বাবুল আকতার, মাহাবুবুর রহমান, মনজুরুল হোসেন, মনুয়ার হোসেন, শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা নান্না। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়া ও ২০১৩ সালের এসএসসি পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত ফাতেমা, উর্মি ও সীমাকে সম্মাননা প্রদান করা হয়।