ঝিনাইদহে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভাতিজার ইটের আঘাতে চাচা সুলতান মোল্লা (৫২) খুন হয়েছেন। জমি বিক্রির টাকা ভাগবাটোয়ারা নিয়ে গতকাল সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বানিয়াবহু গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বানিয়াবহু গ্রামের মৃত শাহাদত মোল্লার দু ছেলে সুলতান মোল্লা ও শুকুর আলী মোল্লার মধ্যে জমি বিক্রির টাকা ভাগবোটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে সকাল ১১টার দিকে বাড়ির সামনে দু ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শুকুর আলী মোল্লার ছেলে বাদশা মোল্লা ইট দিয়ে তার চাচার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান চাচা সুলতান মোল্লা। উভয় পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালমর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যামামলা দায়ের হয়েছেছ। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।