গাংনীর গাড়াডোব আমেনা-ইয়াদ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

 

 

গাংনী প্রতিনিধি: গাংনীর গাড়াডোবে আমেনা-ইয়াদ মোমোরিয়াল ডক্টর্স ফাউন্ডেশনের উদ্যোগে আয়মূলক কর্মসূচির আওতায় গরিব মানুষের মধ্যে রিকশা-ভ্যান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বটতলায় অনুষ্ঠানিকভাবে ওই সংস্থাটির আত্মপ্রকাশের মধ্যদিয়ে ভ্যান-রিকশা বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। ঢাকার রানা প্লাজায় নিহত গাড়াডোব কুঠিপাড়ার রাশিদা খাতুনের পিতা আফতাব আলী ও একই গ্রামের গরিব সাহাব উদ্দীনের হাতে ভ্যানের চাবি তুলে দেন মকবুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডা. আবুল বাশার, সাবেক ইউপি মেম্বার আখেরুজ্জামান। উপস্থিত ছিলেন বেলতলাপাড়া গ্রামের মেম্বার জহুরুল হক, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, ফাউন্ডেশনের সদস্য মতিয়ার রহমান, যুবলীগ নেতা জিয়াউল হক প্রমুখ।