আলমডাঙ্গার জামজামিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা আদায়

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে উপজেলা নির্বাহী  ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উন্মুক্ত ও নোংড়া পরিবেশে খাবার রেখে বিক্রির দায়ে দুটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা করে জরিমানা ধার্য্য করে তাৎক্ষণিক আদায় করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আকস্মিক হোটেল ও রেস্তোরায় পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। এ সময় জামজামি বাজার ব্রিজপট্টির বিল্লাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ও নৃপেন কুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অভিযানে নেমে উন্মুক্ত পঁচা-বাসি খাবার রেখে তা বিক্রির দায়ে পরিবেশ আইনের দণ্ডবিধি ২৭৩ ধারা মোতাবেক দুটি হোটেল মালিক বিল্লাল হোসেন ও শ্রী যুগোল কিশোরকে নগদ ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিনুজ্জামান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন বেঞ্চ সহকারী আলমডাঙ্গা থানার এসআই জসিম।