৪ দিনের মাথায় আবারও কেরুজ হিজলগাড়ি বাণিজ্যিক খামারে অগ্নিকাণ্ড

 

বেগমপুর প্রতিনিধি: সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণে কেরুজ হিজলগাড়ি বাণিজ্যিক খামারের আখে ৪ দিনের মাতায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই খামারের ৫ একর আখ পুড়ে ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া আখ এখন শুকনো খড়ি হয়ে মাড়াই হচ্ছে চিনিকলে। চলতি মরসুমে চিনি উৎপাদন বিভাগে লোকসানের বোঝা বৃদ্ধি পাবে বলে সচেতনমহল মনে করছে। কর্তৃপক্ষ নির্বিকার!

জানা গেছে, দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে গতকাল রোববার বেলা ১১টার দিকে কেরুজ হিজলগাড়ি বাণিজ্যিক খামারের ই-ব্লকের আখে লাগে আগুন। এ আগুনে ওই ব্লকের ৫ একর আখ পুড়ে সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়। গত ৪ দিন আগে ওই ফার্মের একই ব্লকে আগুন লাগার ঘটনায় প্রায় ১০ একর আখ পুড়ে যায়। এদিকে শুধুমাত্র কেরুজ নিজেস্ব জমির আখে একের পর এক আগুন লাগার ঘটনায় দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব অবহেলার কারণ হিসাবেই মনে করছে সচেতনমহল। এ নিয়ে ডিহি, ফুলবাড়ি, ফুরশেদপুর, আড়িয়া, আকন্দবাড়িয়া ঘোলদাড়ি এবং সর্বশেষ হিজলগাড়ি বাণিজ্যিক খামারের আখে ১৫ থেকে ১৬ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ অবধি আগুন লাগার একটি ঘটনারও সঠিক তদন্ত এবং দোষীদের খুঁজে বের করতে সক্ষম হয়নি কেরুজ কর্তৃপক্ষ। ব্যবস্থা বলতে দিন হাজিরার পাহারাদারদের সাময়িক বরখাস্ত কিংবা কাজ থেকে অব্যাহতির মধ্যে রয়েছে আখে আগুন লাগার শাস্তি সীমাবদ্ধ। একটিই অযুহাত কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। যথাযথ ব্যবস্থা না নেয়ায় এ ধরনের ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে বলে সচেতনমহল মনে করছে। এ বিষয়ে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।