স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি চুয়াডাঙ্গার ইতিহাসসহ বহু গ্রন্থের রচয়িতা হামিদুল হক মুন্সি ও সাহিত্য পরিষদের বর্তমান সেক্রেটারি দিনবদলের সংবাদ সম্পাদক রিচার্ড রহমানের জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবে দুজনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাদের।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানমালায় হামিদুল হক মুন্সি ও রিচার্ড রহমান কেক কাটেন। দুজনকে প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিনসহ ক্লাব সদস্যরা ফুল দিয়ে অভিনন্দিত করেন। পৃথকভাবে চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. শরিফ উদ্দীন হাসু, সম্পাদক শাহার আলী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জেড. আলম, সহসম্পাদক রফিক রহমান, অর্থ সম্পাদক বিপুল আশরাফ, দফতর সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য রাজিব হাসান কচি, শাহ আলম সনি, জামান আখতার, সদস্য জাহিদুল ইসলাম, জাহিদ জীবন, আরিফুল ইসলাম ডালিম, হোসনে জাকির প্রমুখ।
সাহিত্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন হামিদুল হক মুন্সি পত্নী পৌর কলেজের প্রভাষক মালেকা হক মাখন, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, সাহিত্য পরিষদের সহসভাপতি আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গোলাম কবির মুকুল, শেখ পিণ্টু, এসএম পারভেজ প্রমুখ।
জন্মদিনের অনুষ্ঠানে হামিদুল হক মুন্সি ও রিচার্ড রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।