ঝিনাইদহ অফিস: ‘স্বাধীনতার চেতনায় মোরা গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে শিশুদের নিয়ে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল সুন্দর হাতের লেখা, শিশুদের উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জেলা প্রশাসন রোববার সকালে শিশু একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে জেলা প্রশাসক শফিকুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার আহবান জানান।