ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃষি মেলার উদ্বোধন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বর্তমান সরকার কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করছে। এখন আর সারের জন্য কৃষকদের লাইনে দাঁড়াতে হয় না। সরকার সার-বীজ ও ডিজেলসহ কৃষি উৎপাদনের কাজে লাগে এমন সব সামগ্রীতে ভূর্তকি দিচ্ছে। এমনকি গরিব কৃষকদের সার-বীজ ফ্রি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কৃষিতে সরকারের নানামুখি পদক্ষেপের কারণে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। এখন আর আমাদের বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয় না। গতকাল রোববার কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিস আয়োজিত তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক মো. জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান একরামুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির লতা, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলার বকসিপুর গ্রামের কৃষক লোকমান কবির। সভাপূর্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।