জীবননগরে অসুস্থ বৃদ্ধা হাসপাতালে : ঠিকানা বলতে পারছে না

 

জীবননগর ব্যুরো: গতকাল রোববার সন্ধ্যায় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পিয়ারাতলা থেকে অসুস্থ অশতিপর এক বৃদ্ধাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ বৃদ্ধা তার স্বামী ও সন্তানদের নাম বলতে পারলেও তিনি তার ও গ্রামের নাম বলতে পারছে না। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন।

হাসপাতালসূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় এলাকাবাসী পিয়ারতলা থেকে অশতিপর এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থ বৃদ্ধা তার নিজের ও গ্রামের নাম বলতে পারছেন না। তবে তিনি তার স্বামীর নাম দুঃখু মণ্ডল বলে জানিয়েছে। তিনি ৪ ছেলে ও ১ মেয়ের জননী। যাদের নাম আলাল, কাদের, সামাদ ও মাজেদ এবং লাইলী বলে জানিয়েছেন। নিজের নাম ও গ্রামের ঠিকানা না বলতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন।