কুষ্টিয়ায় পদ্মা নদীতে পড়ে বালু শ্রমিকের মৃত্যু

 

 

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে নৌকা থেকে পড়ে ঝন্টু (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বারমাইল এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝন্টু শনিবার মধ্যরাতে পদ্মা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা ও পুলিশ রাতভর খোঁজাখুঁজি শেষে লাশ উদ্ধার করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ঝন্টু বারমাইল এলাকার সজল আলীর ছেলে।