জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের জন্মদিন ছিলো গতকাল ১৫ মার্চ শনিবার। তার ৬৮তম জন্মদিনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত আজাদ সুস্তী ও সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ গতরাত ৮টার দিকে হুইপ ছেলুন জোয়ার্দ্দারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ছাত্রলীগ নেতা পাভেল জোয়ার্দ্দার, সাব্বির হাসান আসিফ, রাজিব হাসান, আশরাফুজ্জামান রনি, সৌরভ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।