ভালুকায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার সীডস্টোর বাজারে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গৌরিপুর গ্রামের আবু মিয়া মেয়ে সাবিনা (২২) একই উপজেলার মল্লিকবাড়ী ভায়াবহ গ্রামের জালাল উদ্দিনের ছেলে খোকন মিয়া (২৭) এর প্রায় ৬মাস আগে বিয়ে হয়। সাবিনা স্থানীয় স্কয়ার মিল শ্রমিক এবং খোকন রাজমিস্ত্রী কাজ করত। ঘটনার দিন বনভোজন শেষে ওই বাজারের আশরাফুল ইসলামের ভাড়া বাসায় ফিরার পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত স্বামী স্ত্রী সাবিনাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এরপর স্বামী খোকন স্ত্রীর ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ভালুকা মডেল থানা এসআই প্রদীপ জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সাধারণ ডায়রী মূলে দম্পতির লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।