স্টাফ রিপোর্টার: বিদ্যুতের দাম বাড়ানোকে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আখ্যায়িত করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে বি. চৌধুরী বলেন, সরকার কোনো দ্রব্যমূল্যই নিয়ন্ত্রণ করতে পারেনি। অথচ মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে বিদ্যুতের মূল্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিদ্যুতের মূল্য প্রাথমিকভাবে বাড়ানো হলেও এ সরকার পরে আবারও দাম বাড়াবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয়ভার বাড়বে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার প্রয়োজনেই বিদ্যুতের দাম কমানো উচিত। এ সরকার ভোট ছাড়া ক্ষমতায় এসেছে। এবার উপজেলা নির্বাচনে সরকারি দল এক তৃতীয়াংশ আসনও পায়নি। এ কারণে তারা মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন করে ফেলছে। কিন্তু এভাবে তারা কি করে ক্ষমতায় থাকতে চায়?