দিনের আলোয় আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় চুরি

 

 

আলমডাঙ্গা ব্যুরো: দিনের বেলায় গতকাল শনিবার আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বিকেলে গৃহকর্তা পার্শ্ববর্তী মসজিদে নামাজ পড়তে গেলে জনশূন্য বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে সংঘবদ্ধ চোরচক্র নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার সসোনার গয়না চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের কলেজপাড়ার ডিডরাইটার আক্কাস আলীর বাড়ির মহিলারা দুপুরে আত্মীয় বাড়ি বকশিপুরে বেড়াতে যায়। বাড়িতে একা ছিলেন গৃহকর্তা আক্কাস আলী। বিকেলে তিনি নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা সংঘবদ্ধ চোরচক্র জনশূন্য বাড়িতে ঢুকে বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরের বাক্স, শোকেচ, আলমারী ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে ১২ হাজার নগদ টাকা, সোনার ১টি চেন, ৫টি আংটি, কপালের চাঁদসহ প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে নিয়ে যায়।

আলমডাঙ্গা শহরে দিনের বেলা ধারাবাহিক চুরির ঘটনা কয়েক মাস বন্ধ থাকার পর নতুন করে চুরির এ ঘটনায় শহরে আবারও চুরি আতঙ্ক ছড়িয়েছে।