টি-টোয়েন্টি বিশ্বকাপ : ব্যাটে আগুন ঝরবে যাঁদের

স্টাফ রিপোর্টার: আজ বাংলাদেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আসুন জেনে নিই, এই আসরে ব্যাট হাতে আলো ছড়াবেন কারা। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) টি-২০ বিশ্বকাপের কথা মনে হলে ২০০৭ সালের উদ্বোধনী আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেইলের ৫৭ বলে ১১৭ রানের ইনিংসটি অবশ্যই মনে পড়বে। দীর্ঘদেহী এ জ্যামাইকান ব্যাটিং-দানব বোলারদের নির্ঘুম রাতের কারণ। গেইলের গড়বড়ে টাইমিঙের শটও আছড়ে পড়ে বাউন্ডারির ওপাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ছক্কার (৪৩টি) মালিক। সাম্প্রতিক সময়ে প্রথম দিকে মন্থরগতিতে খেলার কৌশল অবলম্বন করছেন। এটা করছেন পুরো ইনিংস খেলার জন্য। আর গেইলের পুরো ইনিংস খেলা মানে অবধারিতভাবেই ম্যাচ ফসকে যাওয়া। গেলবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বড় ভরসার নাম এই ব্যাটিং সাইক্লোন। আইপিএল খেলার সুবাদে উপমহাদেশের কন্ডিশনের সাথেও গেইল নিবিড়ভাবে পরিচিত।গেইল- সর্বোচ্চ ১১৭, ৩৫ ম্যাচে ৩৩.৬১ গড়ে ১০৪২ রান, ১৪২.৩১ এর স্ট্রাইক রেট, শতক ১টি, অর্ধশত ১০টি।

তামিম ইকবাল: সর্বোচ্চ ৮৮*, ২৮ ম্যাচে ২৩.৩৮ গড়ে ৬০৮ রান, ১০৯.৫৪ এর স্ট্রাইক রেট, অর্ধশতক ৩টি। তিলকারত্নে দিলশান:  সর্বোচ্চ ১০৪*, ৫৫ ম্যাচে ২৯.৩৩ গড়ে ১৩২০ রান, ১২০.৮৭ এর স্ট্রাইক রেট, শতক ১টি, অর্ধশত ৮টি।

এবি ডি ভিলিয়ার্স: সর্বোচ্চ ৭৯*, ৫১ ম্যাচে ২১.৬৭ গড়ে ৮৬৭ রান, ১২১.২৫ এর স্ট্রাইক রেট,
অর্ধশতক ৪টি। ব্রেন্ডন ম্যাককালাম: সর্বোচ্চ ১২৩, ৬৩ ম্যাচে ৩৫.২৭ গড়ে ১৯৫৯ রান, ১৩৫.৫৭ এর স্ট্রাইক রেটটা, শতক ২টি, অর্ধশতক ১২টি। বিরাট কোহলি: সর্বোচ্চ ৭৮*, ২১ ম্যাচে ৩৪.৫২ গড়ে ৫৮৭ রান, ১৩০.৪৪ এর স্ট্রাইক রেট, অর্ধশতক ৪টি।