মাথাভাঙ্গা মনিটর: মুম্বাই উপশহরে একটি সাততলা ভবন ধসে এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর কমান্ড্যান্ট অলোক কুমারের বরাত দিয়ে বলেছে, ওই ধসের ঘটনায় আহত আরো সাতজনকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানায়নি। কংক্রিটের স্ল্যাব, পাথর ও ধুলার বিশাল ধ্বংসস্তুপের ভেতর আরো বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার দুপুরে সান্তা ক্রুজের গ্রান্ড হায়াত হোটেলের কাছাকাছি এলাকা যশোবন্ত নগরে এ ঘটনা ঘটে। জীবিতদের খোঁজে ধ্বংস্তুপের ভেতরে খনন কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা