গাজায় ইসরাইলের বিমান হামলা অব্যাহত

 

মাথাভাঙ্গা মনিটর: ইসরাইলের জঙ্গি বিমান বেশ কয়েক দফা গাজায় হামলা চালিয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার গাজার উত্তর থেকে দক্ষিণে মোট ২৯টি স্থানে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার পাশাপাশি ইসরাইলের ট্যাংক ও গোলন্দাজ বাহিনীও গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার গাজার দক্ষিণে ইসরাইলি বিমান হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। জবাবে ফিলিস্তিনিরাও ইসরাইলের অভ্যন্তরে ১৩০টি রকেট ছুড়েছে।