স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ আজ শনিবার ঢাকায় আসছেন। তিনি রাজধানীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকা সফরের সময় সফরসূচির মধ্যে শনিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইআইটিএসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে স্মারক বক্তা থাকবেন মাহাথির মোহাম্মদ। জানা গেছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় নৈশভোজের আয়োজন করেছেন। আগামীকাল রোববার সকাল নয়টায় ঢাকা ত্যাগ করবেন মাহাথির।