হরিণাকুণ্ডু প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার হরিণাকুণ্ডু আন্তঃকলেজ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হাজি আরশাদ আলী কলেজে। বেলা ১১টা থেকে লিগভিত্তিতে এ টুর্নামেন্টে সকল দলের সাথে সকল দল খেলায় অংশগ্রহণ করে। পরে ফাইনালে জোড়াদাহ কলেজ চ্যাম্পিয়ন ও মান্দিয়া আইডিয়াল কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে নির্ধারিত মাঠে হাজি আরশাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম মোত্তালেব হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন সালেহা বেগম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং অধ্যক্ষ রবজেল হোসেন। আনন্দঘন বাৎসরিক এ প্রীতি ভলিবল টুর্নামেন্ট ভবিষ্যতেও চালু থাকে সে বিষয়ে চারটি কলেজের অধ্যক্ষসহ শিক্ষকগণ ঐক্যমত পোষণ করেন।