স্টাফ রিপোর্টার: তিস্তায় শুকনো মরসুমে পানি প্রবাহের কোনো রকম আশ্বাস ছাড়াই ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের দুদিনব্যাপী বৈঠক শেষ হয়েছে। তিস্তার পানিপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষক ও জেলে পরিবারের ভোগান্তি বিষয়ে ভারতের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, বাংলাদেশের এ উদ্বেগের বিষয়ে ভারত ভেবে দেখবে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিস্তার পানির প্রবাহ স্বাভাবিকের চেয়ে ১০ ভাগে নেমে আসার কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষক ও জেলেরা চরম মানবেতর জীবনযাপন করছেন। ৬টি জেলার ইরি ফসল মরে ক্ষেতেই মারা যাচ্ছে। এ বিষয়টির ওপর আলোচনার উদ্দেশে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ কমিটির দু দিনব্যাপি বৈঠকটি বুধবার শেষ হয়।