দৌলতপুরে ছোটভাইয়ের হাতে বড় ভাই খুন

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া বাজারপাড়া গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। এ ব্যাপারে তার মা খোদেজান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাত ৯টার দিকে আড়িয়া বাজারপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মহিদুল ও তার ছোট ভাই ফরিদুলের মধ্যে বিদ্যুত বিলের টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদুল বড়ভাই মহিদুলকে (৩৭) হেঁসো দিয়ে কুপিয়ে আহত করে। দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এ ব্যাপারে নিহতের মা খোদেজান বাদী হয়ে দৌলতপুর থানায় ছোট ছেলের বিরুদ্ধে মামলা করেছে। দৌলতপুর থানার ওসি বেলায়েত হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে, খুনিকে এখনও গ্রেফতার করা যায়নি।