দামুড়হুদা উপজেলা নির্বাচনী এলাকায় চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী শাহ্‌র গণসংযোগ

 

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ্ দামুড়হুদা উপজেলার নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার তৃণমূল  জনগোষ্ঠীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন। তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তুফাজ্জেল হোসেন, যুবদলের সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রহমান মালিতা, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী শাহ্ মিন্ট, সামসুল, তুতাম। ছাত্রদল নেতা মিল্টন, আরিফ, মন্টু, কবির প্রমুখ।