স্টাফ রিপোর্টার: কৃষি উন্নয়নে সরকারি সেবার দায়বদ্ধতা ও নীতি সহায়তার দাবিতে জনতার পার্লামেন্টে জনপ্রতিনিধিসহ সরকারি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ জনতার মুখোমুখি হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহ এইড কমপ্লেক্স মিলনায়তনে ডিপিপিএফ এইড, লোকমোর্চা এবং ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ডিপিপিএফ’র জেলা সভাপতি এনএম শাহজালালের সভাপতিত্বে ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি। এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনতার বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরীন জাহান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ অফিসার চণ্ডিদাস কুণ্ডু, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম। এছাড়া অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। বক্তব্য রাখেন এইডের প্রধান নির্বাহী তারিকুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকমোর্চার জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।
অনুষ্ঠানে ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা সংগঠনের সভাপতি, সেক্রেটারিসহ কমিটির বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, কৃষিবীদ, নারী কৃষিজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মিডিয়াকর্মীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করে। জনতার পার্লামেন্টে কৃষি ও কৃষকের নানাবিধ সমস্যা এবং সমস্যার সমাধান করে সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে কৃষকদের উন্নয়নে অবদান রাখার বিষয়ে সুপারিশমালা উপস্থাপন করা হয়।